জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২১ নভেম্বর ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার ধাক্কায় নারী শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন সড়কে অটোরিকশা দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা কারিম রাচি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত তদন্তপূর্বক কারণ উদ্‌ঘাটন করে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক  আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হক ও ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মাহতাব-উজ-জাহিদ।

বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কারো নিকট কোনো প্রকার তথ্য (মৌখিক, ছবি, ভিডিও) থাকলে তা তদন্ত কমিটির সদস্যদের নিকট ফোন বা মেইলের মাধ্যমে অথবা অধ্যাপক মাসুম শাহরিয়ারের কক্ষে সরাসরি উপস্থিত হয়ে আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬