ডুসাটের নেতৃত্বে নূর-আফতাজ

০৫ নভেম্বর ২০২৪, ১২:২১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
নূর মোহাম্মদ ও আফতাজুর রহমান

নূর মোহাম্মদ ও আফতাজুর রহমান © টিডিসি ফটো

কুমিল্লার তিতাস উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব তিতাসের (ডুসাট) ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক পদে আফতাজুর রহমান নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) রাজধানীর এলিফেন্ট রোডের ষ্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভোটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। 

ভোট প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ডুসাটের অ্যালামনাই সাঈদ আহমেদ সরকার ও সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি এস এম রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আফতাজুর রহমান ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী। 

১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মো. সাদেক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান তানিম, সাংগঠনিক সম্পাদক পদে জাবেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জাহিদ হাসান মনোনীত হয়েছেন।

এছাড়াও ছাত্রকল্যাণ সম্পাদক পদে তাসমিন জাহান অর্পিতা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে আল-আমিন , সমাজকল্যাণ সম্পাদক পদে শাকিরুল ভূইয়া, এইচআরডি সম্পাদক পদে নাহিদ হাসান নিরব, এইচআরডি সম্পাদক পদে নাহিদ হাসান নিরব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সাদিয়া সাত্তার সায়মা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে কাজী সাদিয়া আফরিন অর্পা, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল আজিজ এবং ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে ইউসরা তাসনিম অর্পা এবং কার্যকরী সদস্য হিসেবে সাদিয়া তাসনুভা আলিন এবং বলাই দাস মনোনীত হয়েছেন। 

ডুসাট সংগঠনটি তিতাসের সাবেক ও বর্তমান ঢাবিয়ান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন এবং তিতাস উপজেলায় শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।

ট্যাগ: ঢাবি
ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬