ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পুড়িয়ে বয়কটের ডাক

০১ নভেম্বর ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পুড়িয়ে বয়কটের ডাক

‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পুড়িয়ে বয়কটের ডাক © সংগহৃীত

‘জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাফাই গেয়ে কলাম প্রকাশ ও চট্টগ্রামে সংখ্যালঘু ইস্যুতে উসকানিমূলক সংবাদ প্রকাশ’ করছে দাবি করে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল গেটে পত্রিকা দুটি পোড়াতে দেখা যায়। এছাড়াও পত্রিকা দুটি পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। 

ভিডিওতে দেখা যায়, পত্রিকা পোড়ানোর সময় তারা এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়টির অন্যান্য হলগুলোতেও পত্রিকা দুটি পোড়ানোর ভিডিও দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এদেশের সকল সচেতন শিক্ষার্থী এবং নাগরিকগণের কাছে বহু আগে থেকেই দিবালোকের ন্যায় স্পষ্ট যে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। তারা এদেশে ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী এবং প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দাসংস্থার হীন উদ্দেশ্যেকে অত্যন্ত নগ্নভাবে সমর্থন দান করে চলেছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। জুলাই অভ্যুত্থানেও তারা গনহত্যার সাফাই গেয়েছে কতকগুলো সংবাদ কলামে। অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করে ফ্রন্ট পেইজ ভর্তি ভারতীয় মোটরবাইক/সাইকেল ‘রয়েল এনফিল্ড’ এর বিজ্ঞাপন দিয়ে সংবাদ পরিবেশন করেছে। অন্যদিকে চট্টগ্রামের সংখ্যালঘু ইস্যুতে তারা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করেছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়েও স্যোশাল মিডিয়ায় পত্রিকাদুটির যথেষ্ট সমালোচনা হয়েছে কিন্তু জনগণের দৃষ্টিভঙ্গি/ গণ আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনোরূপ পরিবর্তন সাধন করেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করেই যাচ্ছে। 

তিনি আরও বলেন, গত ৩০ শে অক্টোবর সাংবাদিক ‘ইলিয়াস হোসাইনের’ একটি অনুসন্ধানী প্রতিবেদন ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টারের’ প্রতি ক্ষোভ নতুনভাবে বৃহৎপরিসরে উস্কে দেয়। বলা চলে এ প্রতিবেদন প্রথম আলোর প্রতি ছাত্র-জনতার ক্ষোভের ‘আগুনে ঘি ঢালে’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা তাদের দৌরাত্ম্য সম্পর্কে পূর্বাবগত ছিল। গতকাল রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক দল শিক্ষার্থী  তাদের হীন কর্মকান্ডের প্রতিবাদ স্বরূপ হলের পত্রিকা রুম থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার বর্জনের সিন্ধান্ত নেয় এবং জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের পূঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটায়।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডেইলি স্টার এবং প্রথম আলো ধারাবাহিকভাবে এদেশের গণ আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়ে আসছে।তারা বরাবরই এদেশে আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আগ্রাসনের পথকে সুগম করে আসছে। তাদের ধর্ম বিদ্বেষী কর্মকান্ড,আওয়ামিলীগের পক্ষে বয়ান তৈরি করার মতো যাবতীয় দুরভিসন্ধি এখন এদেশের সচেতন তরুণ ছাত্রজনতার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তাই ছাত্রজনতা এই মূহুর্তে তাদেরকে বাতিল ঘোষণা করছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9