রক্তাক্ত জুলাইকে স্মরণ রাখতে জাবি ছাত্রদলের ভিন্নধর্মী আয়োজন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ PM
স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতা এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘স্মরণে রক্তাক্ত জুলাই ২৪, ছাত্র জনতার গণঅভ্যুত্থান’ শীর্ষক তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।
এ আলোকচিত্র প্রদর্শনের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. ফয়সাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান।
এসব আলোকচিত্রে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বৈরাচার হাসিনার নৃশংসতার ছবিসহ ছাত্রদলের যে সকল নেতাকর্মী গুরুতর আহত ও শহীদ হয়েছে তাদের ছবিও প্রদর্শিত করা হয়েছে ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহ সভাপতি মো. ফয়সাল হোসেন বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার বিদায় হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা যাতে যুগে-যুগে মানুষ মনে রাখে তারই অংশ হিসেবে ছাত্রদলের আজকের এই আলোক চিত্রের প্রদর্শন। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। আগামীতে ফ্যাসিস্ট হাসিনার দল যাতে কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমরা সম্মিলিত ছাত্র ঐক্য গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন অলকুর রহমান অলক, আমির উদ্দিন দেওয়ান, মো. রিফাত হোসেন, দেওয়ান আলাউদ্দিন হোসেন, সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, ইয়াসিন দেওয়ান, রাসেল মোহাম্মদ, সুমন রেজা, ফেরদৌস রহমান, আনিসুল ইসলাম আনিস, শেখ পলাশ হোসেন, শেখ সাদী, তানজিদ ইসলাম ইরশাদ, নাজমুল হাসান জিশান, নাহিদুল হক, তানভীর আহমেদ, জাবেদ হাসান প্রমুখ।