ঢাবিতে ডাকসুভিত্তিক রাজনীতি চায় সব ছাত্র সংগঠন

০৫ অক্টোবর ২০২৪, ১০:১১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সংলাপ

সংলাপ © টিডিসি রিপোর্ট

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির সংস্কার করে ছাত্র সংসদভিত্তিক ছাত্ররাজনীতি করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
 
শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংলাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মুখপাত্ররা রাজনীতির বিষয়ে নিজ দলের বিভিন্ন মতামত তুলে ধরেন। 

প্রায় সব সংগঠন কেন্দ্রীয় ছাত্র সংসদভিত্তিক ছাত্র সংসদের প্রস্তাব করেছেন আয়োজিত সংলাপে। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা প্লাটফর্ম সোশ্যাল সাইন্সেস ইন প্রেক্সিসের (এসএসপি) আয়োজনে ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভবিষৎ: সংস্কারের রূপরেখা’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও সহকারী প্রক্টর প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া।
 
সংলাপে রাজনৈতিক দলের ৯ জন এবং দলনিরপেক্ষ হিসেবে ৩ জন শিক্ষার্থী বক্তব্য দেন। এই বক্তারা কেন রাজনীতি চান এবং কীভাবে তাদের দর্শন সমাজকাঠামোর প্রতি সমালোচনামূলক বয়ান তৈরিতে শিক্ষার্থীদের সহায়তা করবে,তা জানতে চাওয়া হয়।
 
এসময় নেতারা প্রথম বর্ষ থেকে সিট নিশ্চিতকরণ, সিট প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ রোধ, ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, হল ও অনুষদে রাজনীতি নিষিদ্ধ করাসহ একাধিক প্রস্তাব দেন।
 
নির্দলীয় প্যানেল থেকে সাইয়েদ আব্দুল্লাহ কিছু প্রস্তাব তুলে ধরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অর্ডার অনেক অসামঞ্জস্য আছে। তা সংশোধন করতে হবে। গঠনতন্ত্র সংস্কার করে ডাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে। তবে সেখানে কোনো দলীয় প্যানেল দেওয়া যাবে না। রাজনীতির বয়স ঠিক করে দিতে হবে। হল ও অনুষদভিত্তিক কোনো রাজনীতি করা যাবে না।
 
তিনি বলেন, পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যায়নি। সাধারণ শিক্ষার্থীর ব্যানারেও যে বড় রাজনীতি হতে পারে, তা আমরা দেখেছি। ফলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষিত রাজনীতিবিদ তৈরির কারখানা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন হয়। সেসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ৯ দফার ৭ম দফায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা রয়েছে। এছাড়া হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নেতৃত্বের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণের প্রস্তাব করেন তিনি।
 
ছাত্রদলের মুখপাত্র হিসেবে মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, ছাত্রদল ক্যাম্পাসে শো-ডাউনের রাজনীতি করবে না। গণরুম-গেস্টরুম নিষিদ্ধ থাকবে। একইসাথে নিয়মতান্ত্রতিক ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের রাজনীতি ছাত্রদল করবে।
 
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ সম্ভব নয়। কোনো না কোনো ফর্মে তারা রাজনীতি করবেই। ফলে আমাদেরকে একটি ‘রেগুলেশন’ কাঠামো নিশ্চিত করতে হবে এবং তার ভিত্তি হবে গণতন্ত্র। সেক্ষেত্রে প্রত্যেক ব্যাচের সিআর নির্বাচন গণতান্ত্রিক হতে হবে। সেখান থেকে সিআর কাউন্সিল গঠন করে শিক্ষকদের সাথে নিয়ে রেগুলেশনের একটি প্লাটফর্ম করা যেতে পারে বলে প্রস্তাব দেন তিনি।  
 
একইসাথে তিনি ডাকসুর পরিসর বৃদ্ধি করা, এর গঠনতন্ত্র সংস্কার করার প্রস্তাব দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের প্রধান কখনো উপাচার্য হতে পারে না। কিছু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বাইরে ডাকসুর পরিসর খুব বেশি না। তা বাড়াতে হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষ্ঠানের মডারেটর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররাজনীতি একটি অবিচ্ছেদ্য বিষয়। রাজনীতির ক্ষেত্রে একটি সামাজিক চুক্তির দরকার। একদল (ছাত্রলীগ) ছাত্ররাজনীতিকে কুলষিত করেছে। রাজনীতি যতটা না শিক্ষার্থীদের জন্য ছিল, তার চেয়ে বেশি ছিল বিশ্ববিদ্যালয়ের বাইরের দলের জন্য। ফলে আমাদেরকে আজ এমন প্রশ্নের সামনে দাড়াতে হচ্ছে যে, এখানে ছাত্ররাজনীতি আসলেই দরকার না-কী দরকার না।
 
সংলাপে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হোসাইন আহমেদ জুবায়ের, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আরমানুল হক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠকের নাইম উদ্দিন, শিক্ষার্থী তানজিনা তাসনিম হাফসা, নিশিতা জামান নিহা এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9