ঢাবির সব আবাসিক হলে গণরুম বিলুপ্তির ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ PM
ঢাকা শ্বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হলের গণরুম প্রথা। এই প্রথার দ্বারাই রাজনৈতিক দলগুলো সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করতো।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেই কুপ্রথা ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রভোস্টদের সঙ্গে ৯ সেপ্টেম্বরের বৈঠকে উপাচার্য আগামী ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার বিষয়ে নির্দেশ দেন। সেইসঙ্গে গণরুম প্রথা বিলুপ্তিরও ঘোষণা দেন উপাচার্য।
আরও পড়ুন: সমন্বয়কদের নিরাপত্তায় জেলা প্রশাসকদের চিঠি পুলিশ হেডকোয়ার্টার্সের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ তিন মাস ক্লাস, পরীক্ষা বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব শিক্ষা কার্যক্রম—থাকছে না গণরুম প্রথাও।