বিএনপিপন্থী প্রভোস্ট নিয়োগ দেয়ায় মধ্যরাতে ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
 ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ

ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ © টিডিসি ফটো

দলীয় কোনো প্রাধ্যক্ষ থাকবে না, এমন দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের প্রাধ্যক্ষের বাংলোর ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন হলটির শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নিলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেখানে যান এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন।

জানা যায়, জগন্নাথ হলে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল বিএনপিপন্থী সাদাদলের অনুসারী। তিনি হলের দায়িত্বে থাকলে হলে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা হতে পারে এমন সন্দেহে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তিনি বিএনপিপন্থী এবং তার আগের রেকর্ড ও ভালো নয়। তিনি থাকলে হলে ছাত্র দল ঢুকবে আমরা সেটা হতে দিবো না। আমরা নির্দলীয় নিরপেক্ষ প্রভোস্ট চাই। 

আরেক শিক্ষার্থী বলেন, দলীয় কোনো প্রভোস্ট আমরা আর দেখতে চাই না শিক্ষার্থী বান্ধব নির্দলীয় শিক্ষক চাই। আমরা দেবাশীষ স্যারের ব্যাকগ্রাউন্ড জানি। তিনি এর আগেও নানাভাবে আলোচনায় এসেছেন। তাকে আমরা চাই না।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং তাদের সাথে আগামীকাল বুধবার আলোচনার কথা জানান। এসময় তিনি বলেন, আমার ১০টি সিদ্ধান্তের একটা ভুল হবেই। সেজন্যই আমাদের মধ্যে আলোচনা জরুরি।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬