ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন যারা হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন যারা হলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন যারা হলেন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত চিঠি শিগগির তাদের পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। আজ মঙ্গলবার রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত ডিনরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের ড. মো. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাণিজ্য অনুষদে ফিন্যান্স বিভাগের ড. মাহমুদ ওসমান ইমাম, কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমান খান, জীববিজ্ঞানে বায়োকেমিস্ট্রি বিভাগের ড. মামুন আহমেদ, আর্থ এন্ড ইনভায়রনমেন্টে অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদে সিএসই বিভাগের ড. উপমা কবির, চারুকলা অনুষদে অধ্যাপক ডক্টর আজাহারুল ইসলাম শেখ (চঞ্চল)।

তবে সামাজিক বিজ্ঞান এবং ফার্মেসি অনুষদে এখনও ডিন নিয়োগ হয়নি বলে জানা যায়।  

নিয়োগের বিষয়ে রেজিস্ট্রার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, তাদের সবাইকেই ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৯০ দিন পর আবার নির্বাচনের মাধ্যমে সব অনুষদে ডিন নিয়োগ করা হবে। 


সর্বশেষ সংবাদ