প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দাবি

শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) নিয়োগের প্রজ্ঞাপন জারি করার দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের নিয়োগ প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবিতে স্মারকলিপিতে তারা বলেন, দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা মারফত আমরা জানতে পারি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল (অধ্যাপক, ফলিত রসায়ন ও রাসায়নিক কৌশল বিভাগ) নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর নাম চূড়ান্ত অনুমোদন করেছেন।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি হলেও রহস্যজনকভাবে আটকে আছে উপ-উপাচার্য (শিক্ষা) নিয়োগের প্রজ্ঞাপন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা এ রহস্য ও অযথা কালক্ষেপণে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা মনে করছি, এই মুহুর্তে সার্বিকভাবে যোগ্য ও শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য হওয়ার পরও মনোনীত শিক্ষককে নিয়োগ প্রজ্ঞাপন জারি না করার পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্র বিদ্যমান। 

তারা আরো বলেছেন, আমরা আশংকা করছি, উল্লিখিত শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের প্রবল সমর্থন ও গ্রহণযোগ্যতার দরুন তাদের বিরুদ্ধে অপকৌশল প্রয়োগ করে দলীয় শিক্ষকদের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগের অপচেষ্টা করছে একটা মহল। আমরা তাদের এই হীনচক্রান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান ক রছি।

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মান…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬