১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট-ঝালমুড়ি পার্টির প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কনসার্ট ও ঝালমুড়ি পার্টির প্রস্তুতি চলছে। এ উপলক্ষে মল চত্বরে আনা হয়েছে স্পিকার। 

বৃহস্পতিবার বিকেলে (১৫ আগস্ট) মল চত্বরে এ দৃশ্য দেখা গেছে। জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন চলছে বলে জানা গেছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে সন্ধ্যায় মল চত্বরে কনসার্ট ও ঝালমুড়ি পার্টির ঘোষণা দেয়া হয়েছে। ওই পোস্টগুলোতে দাবি করা হয়, আয়োজনের উদ্দেশ কোনোভাবেই বঙ্গবন্ধু এবং ৭১ এর শহীদদের হেয় করা নয়।

পোস্টগুলোতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বৈরচারমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ, দেশাত্মবোধক গান এবং একই সঙ্গে একটি জমজমাট ঝালমুড়ি পার্টির আয়োজন করা হয়েছে।  এ আয়োজন সবার জন্য উন্মুক্ত, যারা দেশাত্মবোধক গান পরিবেশন এবং শহীদদের স্মৃতি বর্ণনা করতে চান আপনাদের সদয় উপস্থিতি কামনা করছি!

 


সর্বশেষ সংবাদ