এক দফা দাবিতে রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

অনির্দিষ্টকালের জন্য 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারাদেশের সাথে সমন্বয় করে সরকারকে 'স্বৈরাচার' উল্লেখ করে পদত্যাগের এক দফা দাবিতে রুয়েট গেইটের সামনে জড়ো হতে শুরু করেছেন রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও একাত্মতা পোষণ করে এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রুয়েটের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে সকল শিক্ষার্থী সমবেত হচ্ছেন। 

এসময় 'শেখ হাসিনার গদিতে, আগুন জালাও একসাথে', 'এক দুই তিন চার, স্বৈরাচার তুই গদি ছাড়', 'শিবির ট্যাগের ছলচাতুরী, বুইজা গেছে জনগণ','দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ', 'নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা', 'আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই' এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের। 

এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়করা জানান, সকল শিক্ষার্থী একসাথে সমবেত হয়ে রাজশাহী নগরীর জিরো পয়েন্টের দিকে যাবো আমরা। আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সেখানেই যাব এবং প্রয়োজন হলে আমরা সবাই শহীদ হব। শহীদ হতেই আমরা মাঠে নেমেছি আজকে কোনো আন্দোলনেই আমাদের দমাতে পারবে না।

রাবি শিক্ষার্থী মাহমুদুল মিঠু বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একজন ছাত্র হিসেবে রাষ্ট্রের সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্যই শিক্ষার্থী সমাজে এগিয়ে আসে। সারাদেশে যখন আমাদের সহপাঠীরা ন্যায্য অধিকার আদায়ের জন্য রক্ত দেয় তখন বিবেকবান ছাত্র হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না ফলে আমরা এখানে সমাবেত হচ্ছি। আমাদের দাবি একটাই স্বৈরাচার সরকারের পদত্যাগ। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence