প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ক্যাশলেস ক্যাম্পাস হতে যাচ্ছে রাবি

  © ফাইল ছবি

ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার (০৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ’র নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সাথে মতবিনিময় করেন। উপাচার্যের কনফারেন্স রুমে এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন।

আলোচনাকালে প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিকে বেছে নেওয়ার কথা জানান। আলোচনাকালে উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে রাবিকে পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করায় ধন্যবাদ জানান ও সে লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সফরকারী প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান ও শাহ্ জিয়াউল হক, যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমীর খসরু ও মো. মোস্তাফিজুর রহমান; সোনালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক খোকন চন্দ্র বিশ্বাস, উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম; ব্র্যাক ব্যাংক পিএলসি’র ই-কমার্সের সিনিয়র ম্যানেজার মো. রায়হানুল কবির; মাস্টারকার্ড এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও রিটেইল কমার্স বিভাগের প্রধান মো. জুবায়ের হোসেন।

এ বিষয়ে অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম বলেন, “রাজশাহী হবে দেশের প্রথম ক্যাশলেস সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে  প্রথম ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের মডেল। রাবির অফিস, দোকানপাট, ক্যান্টিনসহ সব জায়গায় ধীরে ধীরে নগদ টাকার পরিবর্তে মোবাইল ব্যাংকিং এবং স্মার্ট আইডি কার্ড দিয়ে লেনদেন চালু হবে। ইন্টারনেট ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন বা স্মার্ট আইডি কার্ড দিয়ে পেমেন্ট করার সুযোগও থাকবে।”

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ক্যাশলেস সোসাইটিতে প্রবেশ করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের "1 card" অ্যাপ্সের মাধ্যমে ক্যাশলেস কার্যক্রম পরিচালনা করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence