কোটাবিরোধী আন্দোলনে দ্বিতীয় দিনেও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের গণপদযাত্রা
শিক্ষার্থীদের গণপদযাত্রা  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গণপদযাত্রা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটা নাগাদ ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। প্রতিবেদনে লেখা অব্দি পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় শ্যাডো হয়ে হলপাড়া হয়ে সুর্যসেন হলের পাশ দিয়ে মুহসীন হল প্রদক্ষিণ করে এগিয়ে যাচ্ছে।

জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, কোটা না মেধা মেধা মেধা, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে সহ নানা স্লোগানে মুখরিত রয়েছে পদযাত্রাটি।


সর্বশেষ সংবাদ