‘তালাবদ্ধ গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আগ্রহ কমিয়ে দেয়’

গ্রন্থাগারের উদ্ভোধনী অনুষ্ঠান
গ্রন্থাগারের উদ্ভোধনী অনুষ্ঠান  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার হবে উন্মুক্ত। বর্তমান সময়ের গ্রন্থাগার ব্যবস্থাগুলো শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের জন্য সহায়ক নয়, বরং বাঁধা। শিক্ষার্থীরা স্বাধীনভাবে বই নিয়ে পড়বে। আমাদের গ্রন্থাগারগুলো ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। কিন্তু এগুলো তালাবদ্ধ। এছাড়াও সকাল-সন্ধ্যায় নানান নিয়মকানুন থাকায় শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে বাঁধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির।

বুধবার (১২ জুন) রাজনীতি বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে স্থাপিত উন্মুক্ত গ্রন্থাগারের উদ্ভোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উন্মুক্ত গ্রন্থাগারের এই চিন্তা খুবই অগ্রগামী। আজ এই বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আমার মনে হচ্ছে এই চিন্তা সফল। তবে এটা শিক্ষার্থীদের জন্য একটা ট্রায়াল। গ্রন্থাগারে তালা লাগিয়ে জ্ঞানের বিকাশ সম্ভব নয়। তোমরা যদি সুযোগের ভালো ব্যবহার করতে পারো তাহলে পুরো সেমিনার লাইব্রেরি একদিন উন্মুক্ত করে দিতেও পারে। ভারতের আরো কম উন্নত লাইব্রেরিগুলোতেও এতো নিয়মনীতি নেই। তবে তোমাদের জন্য এই উন্মুক্ত গ্রন্থাগার ট্রায়াল হিসেবে থাকবে।

প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞানের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম বলেন, বই পড়াকে সহজ করতে আমরা এই উদ্যােগ নিয়েছি যা প্লাটফর্ম হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা যখনই সময় পাবে বই পড়বে, স্বাধীনভাবে বই পড়ার আনন্দ উপভোগ করবে। তবে এই উন্মুক্ত গ্রন্থাগার ব্যবহারে শিক্ষার্থীদের বইয়ের প্রতি যত্নশীল হতে হবে।

 

সর্বশেষ সংবাদ