ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, চবির ২৩ ছাত্রলীগ নেতাকর্মীকে নোটিশ

ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ হয়েছে
ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ হয়েছে  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে নির্বাচনী কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের উপগ্রুপ 'বিজয়'-এর এক কর্মীকে কুপিয়ে জখম করে আরেক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্রে করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২৩ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ মে) সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে ২৩ জনকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিচয় শনাক্তের পর সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সহকারী সচিব মোহাম্মদ রিফাত রহমান।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখান থেকে ২৩ জনকে শনাক্ত করে তাদেরকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে এ নোটিশ তাদের হল, ডিপার্টমেন্ট ও পরিবারের কাছে পাঠানো হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এরপর তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে শোকজকৃত ২৩ জনের নাম গোপন রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে দুইটি ঘটনা ঘটেছে। প্রথমটি ল্যাবরেটরি স্কুলের সামনে আর দ্বিতীয়টি আব্দুর রব হলের সামনে। এ সময় কিছু শিক্ষার্থী আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবার (২৩ মে) ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের বিজয় গ্রুপের ওই কর্মীকে কুপিয়ে জখম করা নিয়ে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আরও ৬ জন আহত হন। ঘটনার দিন সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

হাটহাজারি উপজেলা নির্বাচনে বিজয় গ্রুপের নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রাশেদুল আলমের মোটরসাইকেল প্রতীকের পক্ষে ও সিএফসি গ্রুপের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ঘোড়া প্রতীকের পক্ষে অবস্থান নেয়।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence