সহোদর ঢাবি শিক্ষার্থী হলে যেভাবে হল বরাদ্দ নেবেন নবীনরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’টি হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’টি হল  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে এখন চলছে বিষয় বরাদ্দ ও সাক্ষাৎকার পর্ব। এরপর ভর্তি প্রক্রিয়া শেষে হল বরাদ্দ পাবেন শিক্ষার্থীরা। তবে যাদের কোনও সহোদর আগে থেকে ভর্তি আছেন, তারা হল পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পান। একই হলে থাকতে পারেন দু’জনই। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতে হয়।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীকে নির্দিষ্ট ফরম্যাটে সংশ্লিষ্ট অনুষদের ডিন বরাবর আবেদন করতে হবে। এর ওপরের অংশে দু’জনেরই ছবি সংযুক্ত করতে হবে। পরে আবেদনের শুরুতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য এবং নিচে দিতে হবে আগে থেকে ভর্তি থাকা শিক্ষার্থীর তথ্য। এর সঙ্গে যুক্ত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।

আবেদনে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্যের স্থানে দিতে হবে- বাবা ও মায়ের নাম, মেধাক্রম, প্রাপ্ত বিভাগ এবং অধ্যয়নরত শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক। আর অধ্যয়নরত শিক্ষার্থীর তথ্যের মধ্যে তার নাম, বিভাগ ও হলের নাম, শিক্ষাবর্ষ, সেমিস্টার ও বর্ষ, রুম নম্বর, রোল নং এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে দিতে হবে দু’জনের স্বাক্ষর।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির তিনটি নোটিশে ৯৮ ভুল

এর সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে, তা হলো- 
১. বিভাগ মনোনয়ন ফরমের ফটোকপি।
২. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি উত্তীর্ণের মার্কশীটের ফটোকপি।
৩. অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর হলের আইডিকার্ডের ফটোকপি (হলের প্রভোস্ট কর্তৃক সত্যায়িত)।
৪. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) অথবা জন্মনিবন্ধন সনদপত্রের ফটোকপি।
৫. বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি।

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আবেদনের নমুনা দেখুন এখানে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence