শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করবে ঢাবি ও পোর্টসমাউথ ইউনিভার্সিটি 

ঢাবি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ হাইয়ার এডুকেশন কর্পোরেশন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
ঢাবি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ হাইয়ার এডুকেশন কর্পোরেশন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান  © সংগৃহীত

শিক্ষা ও গবেষণা এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ হাইয়ার এডুকেশন কর্পোরেশন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভার্চুয়ালি এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ’র ডেপুটি-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ক্রিস চ্যাং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান ও সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য দেন। 

এ সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে একযোগে কাজ করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করা হবে। এ দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। 

আরো পড়ুন: পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি জবি শিক্ষকদের

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence