অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাউন্সেলিং সেবা দেবে ঢাবির সাইকোলজি বিভাগ

বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ড
বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ড  © ফাইল ছবি

বেইলি রোডে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে মানসিক কাউন্সেলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলামের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চরম পীড়াদায়ক এই ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির নানারকম মানসিক অসুবিধা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ব্যক্তিকে মানসিক স্থিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি কমিয়ে আনতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যাবে। বিনামূল্যে এই সেবা আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে। কাউন্সেলিং সেবা পেতে আগ্রহী ব্যক্তি বা পরিবারের সদস্যকে নিচের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক- https://forms.gle/ZrkumhdAr4F1rk5p6


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence