ফেসবুকে গালিগালাজ, অপহরণ ও চাঁদাবাজিতে জড়িত ১০ ছাত্রকে বহিষ্কার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১০:২০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১০:৫০ PM
অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ফেসবুকে গালিগালাজ করায় অপর এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সিন্ডিকেটের নিয়মিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
জানা যায়, গত জানুয়ারিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক নারী কন্সটেবল ও তার ভাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হলে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মো. আযহা ইসলাম, সংগীত বিভাগের শিক্ষার্থী মর্তুজা হাসান খান (ফাহিম), ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আজিম মাহমুদ তওসিফ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ ওরফে রিসাতকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
এই চারজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে এ মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাজী মুহম্মদ মুহসীন হলে এক ব্যবসায়ীকে বাসা থেকে তুলে এনে হলে আটকে রেখে নির্যাতন করার ঘটনায় জড়িত তিন শিক্ষার্থী মুহসীন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মোনতাছির হোসাইন এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপ-সম্পাদক আল শাহরিয়ার মাহমুদ ওরফে তানসেন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ফিন্যান্স বিভাগের মোহাম্মদ আবুল হাসান সাঈদিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এই তিনজকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে সাত কার্যদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
সিন্ডিকেট সদস্যদের তথ্যানুযায়ী, গত ডিসেম্বরে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসে রাজধানীর এক কলেজের শিক্ষার্থীকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করে ১০ হাজার টাকা ছিনতাই ও ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে জড়িত থাকায় চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়।
তাদের দুইজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে এ মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এছাড়া ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামে একটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নির্মাণাধীন শতবার্ষিক মনুমেন্ট নিয়ে এক ভিডিও আপলোড করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আব্দুল ওহেদ।
সেখানে অশ্রাব্য ভাষায় বিশ্ববিদ্যালয়ের অংশীজন, গণমাধ্যমকর্মীদের গালিগালাজ করায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ সময়ে তাকে টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে নিয়মিত কাউন্সেলিং নিতে হবে এবং তার মানসিক মূল্যায়ন বিবেচনায় শাস্তি কমানো হবে বলে সিদ্ধান্ত হয়।