হঠাৎ বৃষ্টিতে বিপদে ঢাবি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা
- মুহাইমিনুল ইসলাম, ঢাবি
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হবে। পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের আগেই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এতে বিপদে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অপেক্ষায় থাকা অভিভাবকরা জায়গা না পেয়ে গাছের নিচে অবস্থান নিয়েছেন। তবে জায়গার সংকট থাকায় বাইরে দাঁড়িয়ে ভিজছেন অনেকেই। এক ছাতার নিচে দু’তিনজনকে যবুথবু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বৃষ্টিতে আশ্রয় নেয়ার মতো ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা না থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা ভিজে পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন। ভর্তিচ্ছু পরীক্ষার্থী আরিয়ান বলেন, খুব সকালে মায়ের সঙ্গে এসেছি। তবে হঠাৎ বৃষ্টি হওয়ায় প্রায় ভিজে গেছি।
ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার ছেলেকে নিয়ে সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ থেকে এসেছি। ছেলের ‘বি’ ইউনিটে পরীক্ষা আছে। তবে এখন হঠাৎ বৃষ্টিতে আমরা বেকায়দায় পড়েছি। আশেপাশে দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায় ভিজে গিয়েছি।
আরো পড়ুন: ঢাবি আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা আজ, সকাল থেকে কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জ থেকে আসা অভিভাবক মমতাজ বেগম বলেন, আমি মেয়েকে নিয়ে আজ সকালে এসেছি। অভিভাবক-শিক্ষার্থীদের চাপ থাকায় কোথাও তিল ধারণের জায়গা নেই। ফলে হঠাৎ বৃষ্টিতে এক ছাতার নিচেই মা-মেয়ে দাঁড়িয়ে আছি। যেহেতু বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা আসবেন, সেহেতু ঢাবি প্রশাসনের উচিত ছিল- তাদের বসার জায়গা বিষয়টা নিশ্চিত করা।