শিক্ষার্থীদের জব মার্কেটের ধারণা দিতে ঢাবিতে কর্মশালা

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শিক্ষার্থীদের জব মার্কেটের ধারণা দিতে ঢাবিতে কর্মশালা

শিক্ষার্থীদের জব মার্কেটের ধারণা দিতে ঢাবিতে কর্মশালা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস এ কর্মশালার আয়োজন করে। 

১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে "জব মার্কেট এসেনশিয়ালস ২.০" শীর্ষক ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এ সময় চাকরির বাজারের সমসাময়িক ৬টি বিষয় আলোচিত হয়।

অনুষ্ঠানের প্রথম দিন আলোচনার বিষয় ছিল ‘‘ফ্রিল্যান্সিং এবং প্রফেশনাল এক্সাম।’’  যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এ এইচ আলী, যিনি সোশ্যাল মার্কেটিংয়ের দক্ষ একজন ফ্রিল্যান্সার। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত এই প্রফেশনের সাথে সংশ্লিষ্ট এবং একজন সফল উদ্যোক্তা হিসেবেও জনপ্রিয়। বক্তা হিসেবে আরও ছিলেন, মোহাম্মদ আব্দুল খাইরুল ইসলাম। তিনি আইসিএবিয়ের একজন সদস্য এবং বর্তমানে সহকারী ম্যানেজার পদে কোটস্ বাংলাদেশে চাকরিরত।

দ্বিতীয় দিনের প্রথম আলোচনার বিষয় ছিলো ‘‘পার্সোনাল ব্রান্ডিং।’’ যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের চিফ বিজনেস ও চিফ ওপারেটিং অফিসার মুহাম্মদ তাজদিন আহমেদ। এদিন দ্বিতীয় বিষয় ‘‘রুট টু এমএনস’’ এর ওপর বক্তব্য দিয়েছেন সীন্জেনটা লিমিটেডের সেলস্ ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শেষ দিনের আয়োজন ছিল প্যানেল ডিস্কাশন এবং আলোচনার বিষয় ছিল ‘‘আর্ট অব ইনোভেশন।’’ যেখানে বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যবসায় উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণসহ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য দেন মোহাম্মদ রাশিদুর রহমান, সিদ্ধার্থ গোস্বামী, এনায়েত চৌধুরী ও শেখ ফাহাদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন ক্লাবটির সভাপতি নাফিজ আল শাইখ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন এবং ক্লাবের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। গতবারের ন্যায় এবারও শিক্ষার্থীদের কাছ থেকে তারা বিপুল সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9