চবিতে জলাতঙ্ক রোধে সচেতনতা, ভ্যাকসিন ক্যাম্পেইন

২৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
চবিতে জলাতঙ্ক রোধে সচেতনতা, ভ্যাকসিন ক্যাম্পেইন

চবিতে জলাতঙ্ক রোধে সচেতনতা, ভ্যাকসিন ক্যাম্পেইন © টিডিসি ফটো

জলাতঙ্ক রোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) আশপাশের এলাকায় পেট কেয়ার চট্টগ্রামের উদ্যোগে সচেতনতা ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পঞ্চাশের অধিক কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়।  

জানা যায়, চট্টগ্রামের আগ্রাবাদে একজন ইমাম কুকুরের কামড়ে মৃত্যুবরণ করলে শহরে কুকুর নিধন নিয়ে তোলপাড় শুরু হয়। মৃত্যুর কারণ হিসেবে জলাতঙ্ক সন্দেহ করা হয়। এতে করে শহরের অনেক জায়গায় এসব প্রাণীদের নিধন শুরু হয়। কিন্তু সব কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় না। এ বিষয়ে সচেতনতা তৈরি করতেই এই ক্যাম্পেইন করা হয়। 

চবি এলাকার মানুষ, দোকানদার, শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করতেই ক্যাম্পাসে থাকা কুকুরদের এই টিকা প্রদান কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে চট্টগ্রামের ফোস্টার হোম পেট কেয়ার চট্টগ্রামের পক্ষ থেকে ১০০টি জলাতঙ্ক ভ্যাকসিনের টিকা স্পন্সর করা হয়।

চবির সমাজবিজ্ঞান ঝুপড়ির এক দোকানি জানান, তিনি বিগত কয়েক বছর ধরে একটি কুকুরকে খাবার খাওয়ান। কিন্তু তিনি কখনও ক্ষতির সম্মুখীন হননি। তবে এটি একটি ভালো উদ্যোগ। কখন কি হতে পারে এটা বলা যায় না। এছাড়া কয়েকজন শিক্ষকও কুকুর নিধনে নানারকম পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

পেট কেয়ার চট্টগ্রামের স্বত্বাধিকারী রাশদান রুজবেহ জানান, তারা চট্টগ্রামের খুলশি, আগ্রাবাদ, চকবাজারসহ বিভিন্ন স্থানে অনেক কুকুরকে টিকা প্রদান করেছেন। এখন চবিতে কার্যক্রমটি ভালোভাবে সম্পূর্ণ করায় তাদের মূল লক্ষ্য। সামনে আরও কয়েকটি জায়গায় তারা এ কার্যক্রমটি আয়োজন করতে চান বলেও জানান রাশদান।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬