আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে: ঢাবি উপাচার্য

১৪ জানুয়ারি ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, তোমরা যারা আজকের শিক্ষার্থী, আগামী দিনে তোমরা জাতির নেতৃত্ব দিবে। তোমাদের নেতৃত্বেই এ জাতি অগ্রসর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বাংলাদেশ সবসময় প্রত্যাশা করে।

আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ৮৭টি বিভাগ নিয়ে আন্তঃহল (ছাত্রী) ও আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা সহশিক্ষা কার্যক্রমকে জোরদার করার চেষ্টা করছি। সহশিক্ষা কার্যক্রম অতীতেও ছিল, আমরা চাচ্ছি শিক্ষার্থীরা এতে আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করুক। শিক্ষাজীবনে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার অনুশীলন হিসেবে লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থী খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি করা, গান গাওয়ার সাথে যুক্ত থাকা প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। খেলাধুলায় জয় পরাজয় সমানভাবে মেনে নিতে হবে। ক্যাপ্টেনকে অনুসরণের করে টিম ওয়ার্কে ভালো করার মাধ্যমে তোমাদের মাঝে স্বতঃস্ফূর্ত নেতৃত্ব গড়ে উঠবে। মূলত এ কারণেই আমাদের এই সহশিক্ষা কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, ঢাবি ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ,  প্রক্টর অধ্যাপক ড.মো.মাকসুদুর রহমান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবছরই অনুষ্ঠিত হয়, তবে এতে বিশেষভাবে সংযোজন হচ্ছে আন্তঃহল ছাত্রী ক্রিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের লিঙ্গ বৈষম্য না করে সকলের জন্য সমান পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছে, এটি প্রমাণিত। খেলাধুলা আমাদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি করবে এটি মনে রেখেই আমাদের অংশগ্রহণ করতে হবে। 

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নায়েবে আমিরকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল, দেখবে নির্বাচিত …
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নিয়ে চেম্বার আদালতে যাচ্ছেন আইনজীবীরা
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শিক্ষা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9