সপরিবারে ভোট দিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি ১১নং ওয়ার্ডের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। তিনি বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। দেশে দেশে ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে, ভোটের মাধ্যমে আসতে হবে।

এর আগে, ভোট দিতে গতকাল শনিবার ঢাকা থেকে লক্ষ্মীপুর পৌঁছান ঢাবি উপাচার্য। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ ভোটারসহ সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: ভোট দিতে লক্ষ্মীপুর যাচ্ছেন ঢাবি উপাচার্য

নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে উপাচার্য বলেন, শত দায়িত্ব থাকা সত্ত্বেও নাগরিক অধিকার পালন করার জন্য ভোট দিতে এসেছি। একইসঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয় সেজন্য পরিবারকেও সঙ্গে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে আসছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (৭ জানুয়ারি) সকাল ৮টায়। বিএনপি-জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের ডাকা চলমান হরতাল সত্ত্বেও ভোট দিতে ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াচ্ছেন ভোটাররা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে আজ বিকাল ৪টা পর্যন্ত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence