যুক্তরাষ্ট্রে নিহত ঢাবির সাবেক শিক্ষার্থীর মায়ের কান্না থামছে না

৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঢাবির সাবেক শিক্ষার্থী আবির ও তার মা

ঢাবির সাবেক শিক্ষার্থী আবির ও তার মা © সংগৃহীত

বাড়িতে শোকাবহ পরিবেশ। মা কাঁদছেন আর প্রলাপ করছেন ছেলের জন্য। বারবার বলছিলেন, আমার ছেলেকে এনে দাও। আমি তার মুখখানা দেখে মরতে চাই। বলেছিলাম যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের (৩৮) মা আনজুয়ারা বেগমের কথা।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির টেক্সাসে আততায়ীর গুলিতে নিহত হন আবির। নিহত আবির সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তার মৃত্যুর ঘটনাটি পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আর ছেলের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন মা আনজুয়ারা বেগম। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কফিশপে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফিশপে এ ঘটনা ঘটেছে। আবির লামার ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি একটি খাবারের দোকানে খণ্ডকালীন কাজ করতেন। তার স্ত্রী ও এক কন্যাসন্তান আছেন। তারা নিউইয়র্কে থাকেন।

আবিরের মেজ ভাই শেখ জাকির হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে লামার বিশ্ববিদ্যালয়ের পড়তেন। পাশাপাশি রাতে তিনি টেক্সাসের ক্রিস ফুড মার্ট নামের একটি দোকানে কাজ করতেন। শুক্রবার দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দুই দুর্বৃত্ত আবিরকে গুলি করে। তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে ২০১৪ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাস করেন। পড়ালেখা শেষ করে আবির ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

দেড় মিনিটে পলিটেকনিক ইন্সটিটিউটকে উড়িয়ে দেওয়ার হুমকি, অবরু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
  • ১৯ জানুয়ারি ২০২৬
ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ধর্মগ্রন্থ সাক্ষী রেখে শপথে বাধ্য করার অভিযোগ হাসান মামুনের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
হজযাত্রীদের টিকা দেওয়া হবে যে ৮০ কেন্দ্র থেকে
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9