যুক্তরাষ্ট্রের কফিশপে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শেখ আবির হোসেন

শেখ আবির হোসেন © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফিশপে এ ঘটনা ঘটেছে। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি লামার ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে পড়াশোনার পাশাপাশি গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, আমার অত্যন্ত প্রিয় ও স্নেহভাজন শিক্ষার্থী শেখ আ‌বির হোসেন আজ সকাল ৯টায় আততায়ীর গুলিতে মারা গেছেন। টেক্সাসে একটি কফিশপে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আবিরের এ অকাল মৃত্যু মেনে নেয়া কঠিন। তাঁর মৃত্যু সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। 

আরও পড়ুন: সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীকে অপহরণ, ঢাবির হল থেকে উদ্ধার

তিনি বলেন, অত্যন্ত সহজ-সরল ও মেধা‌বী ছাত্র আ‌বির স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। এজন্য বিসিএসসহ অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করেননি তিনি। কিছুদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন আবির। এরপর চলতি বছরের জানুয়ারিতে স্নাতকোত্তরের শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

তিনি আরও বলেন, অ‌নেকটা অ‌ভিমা‌ন নি‌য়েই এই বছ‌রের জানুয়ারী‌তে আবির আ‌মে‌রিকায় পা‌ড়ি দেন উচ্চ শিক্ষা ও উন্নত জীব‌নের আশায়। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। আতাতয়ীর গুলি কেড়ে নিলো তাকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর ম‌নের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারালো তাদের প্রিয়জনকে।

আরও পড়ুন: পররাষ্ট্রে প্রথমসহ ৪৩তম বিসিএসে ক্যাডার হলেন ঢাবির ৩শ’রও বেশি শিক্ষার্থী

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মাহাদী হাসান ফেসবুকে লেখেন, যুক্তরাষ্ট্রে টেক্সাসের লামার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ঢাবির বড় ভাই শেখ আবির হোসেন একটি কফিশপে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। জীবন কেন এমন নিষ্ঠুর হয়? খুব খারাপ লাগছে আবির ভাই। আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9