বিজয় দিবসে চবি সাংবাদিক সমিতির ফুটবল ম্যাচের আয়োজন

১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে ইনডোর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২-১ গোলে জয়লাভ করেছে সাধারণ সম্পাদক একাদশ।

শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং রেলক্রসিং সংলগ্ন ব্রাদার্স স্পোর্টস টার্ফে সমিতির সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশে বিভক্ত হয়ে এ খেলায় অংশ নেয়। এতে সাধারণ সম্পাদক একাদশ ২-১ গোলে বিজয়ী হয়। 

সভাপতি একাদশে ছিলেন সভাপতি মাহবুব এ রহমান, অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোকনুজ্জামান ও অন্যান্য সদস্যরা। 

ফুটবল ম্যাচে সভাপতি একাদশের হয়ে একটি গোল করেন আহমেদ জুনায়েদ আর সাধারণ সম্পাদক একাদশের হয়ে দুইটি গোল করেন মাহফুজ শুভ্র ও গিয়াস উদ্দিন রক্সি।

আরও পড়ুন: চুয়েট সাংবাদিক সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

ম্যাচ শেষে সভাপতি মাহবুব এ রহমান বলেন, বিজয় দিবস উপলক্ষে আমাদের সুন্দর এই আয়োজন। সবাই সব সময় পড়াশোনা ও নিউজের কাজে ব্যস্ত থাকি। মাঝে মধ্য এমন আয়োজন যেমন আনন্দ দেয় তেমনি নিজেদের মধ্যে সম্পর্কও দৃঢ় হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ উপভোগ করেছে সবাই।

চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ফুটবল খেলার আয়োজন করেছি। এখানে জয় পরাজয় বড় কথা নয়, বিজয় দিবসের সন্ধ্যাটি আনন্দময় করে রাখতেই আমাদের এ উদ্যোগ।

অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রোকনুজ্জামান বলেন, আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিলো বিজয়ের মাসে এমন একটি আয়োজন করবো। সুন্দর ভাবে সবকিছু সম্পূর্ণ হয়েছে। 

 

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬