ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের নতুন পরিচালক ড. সাইদুর

১১ ডিসেম্বর ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির-এর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

আজ  ১১ ডিসেম্বর (সোমবার) তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

দায়িত্ব গ্রহণ করেই তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে সাক্ষাৎ করেন এবং বিদেশি ভাষা শিক্ষা ও গবেষণায় উচ্চতর শিক্ষাবিষয়ক কর্মপরিকল্পনার পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

যোগদানের প্রথম দিনেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অধ্যাপক ড. সাইদুর রহমান। এ সময় তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা ও তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সমস্যাসমূহ সমাধানকল্পে দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশ্বাস দেন।

অধ্যাপক সাইদুর বলেন,বিদেশি ভাষার সবচেয়ে পুরনো ইনস্টিটিউট আধুনিক ভাষা ইনস্টিটিউটকে সেন্টার ফর এক্সিলেন্স ইন ফরেন ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড রিসার্চ হিসেবে অত্যাধুনিক মানের একটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেশি ভাষা বিষয়ক শিক্ষা নিয়ে গবেষণা অনুদানের ব্যবস্থা করার পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। 

অধ্যাপক ড. সাইদুর রহমান ইংরেজি ভাষা শিক্ষা বা ইএলটি এর ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান হিসাবে তিনি ইএলটি'তে নতুন নতুন ডিগ্রি চালু করার জন্যে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়াও, তিনি ব্র‍্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের (বিআইএল) একাডেমিক উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ ইন টিইএসওএল ডিগ্রি চালু করেন।

এর আগে কনসালটেন্ট হিসেবে তিনি ওপেন ইউনিভার্সিটি-ইউকে, ইউনিসেফ, ঢাকা আহসানিয়া মিশন, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড ইংলিশ ইন অ্যাকশন এর বেশ কিছু প্রজেক্টে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে অধ্যাপক ড. সাইদুর রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক সনদপ্রাপ্ত একজন মাস্টার ট্রেনার।

ট্যাগ: ঢাবি
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9