জাবিতে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি ফটো

যৌন নিপীড়নে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির শাস্তিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষের সামনে সিন্ডিকেট সভা চলাকালীন সময়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো, গত ২০ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক আসিফ আল আমিনকে মারধরের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিচার করা, নিজেদের খায়েশ মত গাছ কাটা বন্ধ করে দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা, গত জুনে জাবির সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি সৌমিক বাগচীকে হামলার দায়ে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত বিচার নিশ্চিত করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী কনোজ কান্তি রায়ের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘মাহমুদুর রহমান জনির বিচার কাজ শেষ করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। জনির বিরুদ্ধে অধিকতর তদন্ত কমিটি গঠনের পর আড়াই মাস পর হয়ে গেলেও বিচার নিশ্চিত হয়নি। তাকে বাঁচানোর জন্য প্রশাসনের সর্বস্তরের লোকজন মরিয়া হয়ে উঠেছে। সিনেট ও সিন্ডিকেট থেকে শুরু করে সবাই তাকে বাঁচাতে চায়। আমরা এই নিপীড়ক শিক্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘প্রশাসন দীর্ঘদিন যাবৎ সুকৌশলে নিপীড়ক শিক্ষক জনির বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নামের যে নিপীড়ক রয়েছে তাকে অবিলম্বে বহিষ্কার করা হোক। অন্যদিকে আইবিএ ভাবনের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা চাই, তাদের জন্য ভবন নির্মাণ করা হোক। তবে প্রকৃতি পরিবেশের কোন ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ তম ব্যাচ) শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, 'আমরা গাছ কাটা, ভবন নির্মাণের বিরুদ্ধে না। আমরা চাই মাস্টারপ্ল্যান হোক। তারপর প্রয়োজন হলে পরিকল্পিতভাবে গাছ কাটা হোক, উন্নয়ন হোক। এভাবে রাতের আধারে অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধ করতে হবে ও অযথা ভবন নির্মাণ বন্ধ করতে হবে।'

জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও  উপস্থিত ছিলেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ