দুর্গাপূজায় আট দিনের ছুটি পেয়েছে ঢাবি শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:১৬ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১০:২৬ PM
শরৎকালীন ছুটি এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের আট দিনের ছুটি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরের ১৫ তারিখ ঢাবি শোক দিবসের পর ১৬ তারিখ ক্লাস করে ১৭ তারিখ থেকে এ ছুটি পায় শিক্ষার্থীরা।
ক্যালেন্ডার অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট আট দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে তবে প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীরা পাবে মাত্র একদিনের ছুটি।
২৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে শিক্ষার্থীদের শরৎকালীন ও পূজার ছুটি। শুধুমাত্র একদিনই বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান কর্মকর্তা মাহমুদ আলম জানান, শিক্ষার্থীদের ছুটি শুরু হয়েছে ১৭ তারিখ থেকে। ক্যালেন্ডারে সব আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। সেখানে শিক্ষার্থীদের ছুটি আটদিন এবং আমাদের ছুটি মাত্র একদিন সেটা ২৪ তারিখ দুর্গাপূজার বিজয় দশমীতে।