প্রাইভেট কারটি ভাংচুর করা হয় © টিডিসি ফটো
ঢাবিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় রিকশা চালকসহ দুই যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিদের মধ্যে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
দুজন যাত্রীসহ রিকশাটি ঢাকা নিউমার্কেট এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসছিলো। ঢাবির ভিসি চত্বরে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় রিকশাওয়ালা সহ দুজন যাত্রী উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক আশে পাশে থাকা শিক্ষার্থীরা এসে আহতদের উদ্ধার করেন এবং প্রাইভেট কারটি ভাংচুর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিলো যেন রেস করছে। এসেই রিকশাটিকে ধাক্কা দিলে সাধারণ শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে চালককে মারধর করে এবং গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ এসেছে।
আরও পড়ুন: হাবিপ্রবির ফিশারিজ পুকুরে পড়ে ডুবে গেলেন দুই কলেজছাত্রী
রিকশা চালক মোঃ ইসমাইল হোসেন জানান, নিউমার্কেট থেকে এইদিকে আসছিলাম। হঠাৎ করে পেছনে কিছু একটা ধাক্কা দেয়। বুঝে উঠার আগেই আমি ছিটকে পড়ে যাই আর যাত্রীরা আমার উপরে পড়ে।
এ ঘটনায় রিকশা চালক ও যাত্রীরা মাথায় এবং হাতে গুরুতর চোট পেয়েছেন। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখনো কোনো মামলা বা মীমাংসা হয়নি বলে জানা গেছে।