রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'ক্যারিয়ার ফেস্ট'

১১ অক্টোবর ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
'ক্যারিয়ার ফেস্ট'র অফিসিয়াল পোস্টার।

'ক্যারিয়ার ফেস্ট'র অফিসিয়াল পোস্টার। © সংগৃহীত

দুই দিনব্যাপী 'ক্যারিয়ার ফেস্ট'র আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। আগামী ১৮ ও ১৯ অক্টোবর সপ্তমবারের মতো এ ফেস্ট অনুষ্ঠিত হবে। বুধবার (১১ অক্টোবর) ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস এ তথ্য জানান।

খোন্দকার অভিষেক ইবনে শামস জানান, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য ফুল-টাইম, পার্ট-টাইম, স্বেচ্ছাসেবক এবং ইন্টার্নশিপের সুযোগ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম। বহুজাতিক এবং জাতীয় কোম্পানিগুলো শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্রদের নিয়োগের জন্য ক্যাম্পাসে থাকবে।

আরো পড়ুন: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন 

তিনি আরও জানান, ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সিভি মূল্যায়ন ও সরাসরি ক্যাম্পাসে নিয়োগ এবং পার্টটাইম,  ফুলটাইম ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়াও এই ফেস্টে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার সেমিনার, নেতৃত্ব প্রশিক্ষণ, ব্যাবসায়িক গেমস, প্যারিস রোডে ফ্ল্যাশমব, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার এবং নবীনদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে। দুই দিনব্যাপী এই ফেস্ট সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়  রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি জব ফেয়ার ও ৬টি ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করেছে।

মিরসরাইয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬