ঢাবিতে বার্ষিক নাট্যোৎসবের পর্দা নামলো 

আমন্ত্রিত অতিথিদের সাথে আয়োজকেরা
আমন্ত্রিত অতিথিদের সাথে আয়োজকেরা   © টিডিসি ফটো

১৫ জন তরুণ নির্দেশককে সন্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো ১৭ তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের পর্দা নামে। 

শেষদিনে জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুনের লেখা কোকিলারা নাটকটি পুণ:মঞ্চায়ন করা হয়। 

বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফেরদৌসী মজুমদার, নির্দেশক রামেন্দু মজুমদার ও শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান লিয়ন।

আরও পড়ুন: চলতি বছরই একক ভর্তি পরীক্ষা, রাষ্ট্রপতির অধ্যাদেশ শিগগিরই

প্রতিবছর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ  বিভাগের স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীদের নাট্য নির্দেশনা কোর্সের পরীক্ষা হিসেবে প্রতিটি শিক্ষার্থী একটি করে নাটক নির্দেশনা দেয়।

এবছর সন্মাননা পেয়েছেন ডাকঘর নাটকের নির্দেশক ইফতি শাহরিয়ার রাইয়ান, সংবাদ কার্টুন নাটকের নির্দেশক রিফাত জাহান শাওন, মরণ বিলাস নাটকের নির্দেশক রিফাত করবী, মহাবিদ্যা নাটকের নির্দেশক মুজাহিদুল ইসলাম রিফাত, চন্ডালিকা নাটকের নির্দেশক রিজভী সুলতানা, ইর্ষা নাটকের নির্দেশক তাহিয়া তাসনীম, বৈদেহী নাটকের নির্দেশক মৌমিতা সরকার, কমলাকান্তের জবানবন্দি নাটকের নির্দেশক মিরহাজুল শিবলী, কোকিলারা নাটকের নির্দেশক জাদিদ ইমতিয়াজ আহমেদ, মেঘ নাটকের নির্দেশক তরিকুল সরদার, নেমেসিস নাটকের নির্দেশক সালমান নূর, সত্যান্বেষী নাটকের নির্দেশক প্রাণ কৃষ্ণ বনিক, স্ত্রীর পত্র নাটকের নির্দেশক এস এ তানভীর, অহরকন্ডল নাটকের নির্দেশক দেবলীনা চন্দ দৈবী ও দন্ডকারণ্য নাটকের নির্দেশক জয়া কস্তা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence