অছাত্রদের ছাড়তে হবে চবির হল, ডেডলাইন কাল সন্ধ্যা ৬টা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদেরও হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও তৎপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এ সকল শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলসমূহে অবস্থান করছে তাদেরকে আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন: 'ছাত্রলীগ নিয়ে কেন নিউজ হয়েছে' বলেই চবিতে সাংবাদিককে মারধর
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরকেও আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সময়ের পর বিশ্ববিদ্যালয়ের হলে কাউকে অবস্থানরত অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।