চবি ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৪
- চবি প্রদায়ক
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিক্তিক উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহ আমানত ও শাহজালাল হলের সামনে সংর্ঘষের সূত্রপাত ঘটে।
এতে উভয় গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর জানা গেছে। বর্তমানে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির উপস্থিতি লক্ষ করা গেছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবিধমান গ্রুপ সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সিএসসি (চুজ ফ্রেন্ড উইথ কেয়ার) উপগ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
সিএফসি গ্রুপের নেতা সাদাফ খান গণমাধ্যমকে বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উশৃঙ্খল আচরণ শুরু করলে বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়।
সিক্সটি নাইনের নেতা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, শুনেছি র্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা প্রক্টরিয়াল বডি বিষয়টি দেখছি সমাধানের চেষ্টা চলছে।