জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ‘ধান রোপন’ করা ছবি দিয়ে প্রতীকী প্রতিবাদ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘এডিটেড’ ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘এডিটেড’ ছবি। © সংগৃহীত

অল্প বৃষ্টিতেই কাঁদা-পানিতে একাকার হয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের রাস্তা। এতে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে ওই রাস্তায় ধান রোপনের একটি এডিটেড  ছবি ভাইরাল করে প্রশাসনকে ট্রল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে শিক্ষার্থীদের একাধিক পোস্টে এই ছবি দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশেই ছাত্র-ছাত্রীদের প্রাণকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্রের অবস্থান। এমন স্থাপনার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে ওই পোস্টের কমেন্টে ট্রল করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটা আর চলাচলের উপযোগী থাকে না। টিএসসি তে বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর কার্যক্রম চালানো হয়। আমাদের সবসময়ই এই রাস্তা ব্যবহার করতে হয়। অথচ এই রাস্তা মেরামতে প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। যা হতাশাজনক। তাই এটা নিয়ে ফেসবুকে ট্রল হওয়া স্বাভাবিক। 

সংগীত চর্চার সংগঠন জলসিঁড়ির সদস্য সুলতান মাহমুদ বলেন, জলসিঁড়িতে কাজ করার কারণে প্রায়ই টিএসসিতে যাওয়া আসা করতে হয়। তবে টিএসসির সামনের রাস্তায় একটু বৃষ্টিতেই চরম কর্দমাক্ত হয়ে যায়। এই রাস্তায় চলতে প্রায়ই জামা কাপড়ে কাঁদা লেগে যায়। অনেক সময় পড়ে যাওয়ার আশংকা দেখা দেয়। দীর্ঘদিন যাবৎ সড়কটির এই বেহাল দশা। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে উদাসীন মনে হচ্ছে। প্রশাসনের কাছে দাবি এই রাস্তাটির যেন দ্রুত সংস্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশরাফুল হাবীব বলেন, ক্যম্পাসের সবকিছুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। সেক্ষেত্রে তারাই যদি রাস্তায় চলাচল করতে গিয়ে অসুবিধায় পড়ে তাহলে এটা নিয়ে তারা কথা বলবে এটাই স্বাভাবিক। আমাদের উচিৎ যত দ্রুত সম্ভব সমস্যাটার সমাধান করা। বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। এতে আমরা উপাচার্যের কাছে আশ্বাসও পেয়েছি। আশা করছি অচিরেই এটার সমাধান হয়ে যাবে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মোহাম্মদ শরীফ বলেন, জুলাই মাসে রাস্তা মেরামতের জন্য একটা বাজেট এসেছে। কিন্তু বাজেট পর্যাপ্ত নয়। ট্রেজারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কোন রাস্তাগুলো মেরামত করা হবে সেখানে সিদ্ধান্ত হবে। কারণ এই বাজেটে এই মুহূর্তে সব রাস্তা মেরামত করা সম্ভব নয়। আগামী শীতে মেরামত করা হতে পারে।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage