জাবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

৩১ আগস্ট ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ

কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটায় দিনব্যাপি এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনের বিভাগীয় ৪১৭ নম্বর কক্ষে এ শুরু হয়।

কর্মশালাটি পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সালমা আহ্‌মেদ। 

কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ড. মো. মোজাম্মেল হক বলেন, “কর্মশালার ফলে শিক্ষকরা আর্থিকভাবে লাভবান হন। অনেক কিছু শিখেন। কিন্তু ফিরে এসে তা চর্চা চালান না। এই প্রথম দেখলাম সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকরা কিছু শিখে এসে তা বিভাগের শিক্ষার্থীদের শিখানোর চেষ্টা করছেন। 

তিনি আরও বলেন,“সাংবাদিকদের সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পাশাপাশি নৈতিক হওয়া উচিত। যে তথ্য পান তা তুলে ধরলে সমাজের কি প্রভাব পরবে তা খেয়াল রাখা উচিত।”

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমেদ বলেন, “ফ্যাক্ট চেকিং আলোচিত একটা বিষয়। নতুন মাত্রায় ফ্যাক্ট চেকিং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য কর্মস্থলের সুযোগ তৈরি করবে। ডিজিটাল প্লাটফর্মে আমরা যাই দেখি তাই কিন্তু সত্য না। সত্য মিথ্যা যাচাই-বাছাই হচ্ছে ফ্যাক্ট চেকিং। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের উপকারে আসবে বলে বিশ্বাস করি।  

প্রসঙ্গত, কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ইতিহাস ও এটির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। তথ্য শনাক্তকরণের উপায় ও কিভাবে সমাজ এবং রাষ্ট্রে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ে তা শনাক্ত করা, তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার করে তথ্যকে ভেরিফাই, ছবি ও ভিডিও শনাক্তকরণ, ও ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক পলিসি আলোচনাসহ কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়৷

ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬