ঢাবিতে যেভাবে পালিত হবে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। রবিবার (২৭ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ৬:১৫ টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তারা শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পরে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ভিসির সভাপতিত্বে এবং নজরুল বিশেষজ্ঞ হিসেবে বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ স্মারক বক্তৃতা প্রদান করবেন। 

আরও পড়ুন: নির্দেশনা না মেনে উচ্চ হারে ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

এছাড়া, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর নেতৃত্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করবেন।  


সর্বশেষ সংবাদ