জাবিতে সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন

২৩ আগস্ট ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
মানববন্ধনে সাংবাদিকবৃন্দ

মানববন্ধনে সাংবাদিকবৃন্দ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিনিধি আসিফ আল মামুনের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের বিচার চেয়ে মানবনন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। 

বুধবার (২৩ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানায়৷ মানববন্ধনে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল।

তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কন্ঠ রোধ করা। আমরা দেখেছি বিগত কয়েকবছর ধরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে এবং সেখানে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকে। কিন্তু এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসি দেখা যাচ্ছে। তারা জড়িতদের সবাইকে শাস্তি না দিয়ে গুটি কয়েকজনকে শাস্তি দিয়ে দায়মুক্তি নিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: ঢাবির ভেরিফাইড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ কাদের হাতে?

সাংবাদিক নির্যাতনকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম বলেন, ‘আমরা একটা ফ্যাসিবাদী সমাজে আছি, যেখানে ভীন্নমতকে সহ্য করা হয়না৷ বর্তমানে ক্ষমতাসীন ছাত্রসংগঠন বেপোরায়া হয়ে উঠেছে৷ তাদের অপকর্ম নিয়ে কেউ কথা বললে তার ওপর চড়াও হচ্ছে। সাংবাদিক নির্যাতনের ঘটনাও ফ্যাসিবাদীর নামান্তর। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লোকদেখানো তদন্ত কমিটি গঠন করেছে। আদৌ বিচার হবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। তবুও আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে৷’

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের অপকর্ম, গেস্টরুম, গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সবসময় সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তাঁরা সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের অপকর্ম তুলে ধরেছে, যার কারণে সাংবাদিকরা এখন ছাত্রলীগের টার্গেটে পরিণত হয়েছে। সর্বশেষ আসিফ আল মামুনের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন করেছে। আমরা সাংবাদিক নির্যাতনে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে কিন্তু যদি বিচার না হয়, তাহলে ছাত্র ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে৷’

প্রসঙ্গত, গত সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্বে ৪৮ এবং ৪৯ ব্যাচের ওপর ‘গেস্টরুম’ চলছিল। গেস্টরুম চলাকালীন ‘বাইরে থেকে কেউ ভিডিও করছে’ এমন সন্দেহে নেতাকর্মীরা একজনকে ধাওয়া করে।

এসময় তারা ঐ সন্দেহজনক ব্যক্তিকে ‘ধর ধর’ বলে ধাওয়া করায় হলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন হলের দোকানে চা খাচ্ছিলেন ভুক্তভোগী সাংবাদিক আসিফ আল মামুন। তিনি মূল ঘটনা জানতে হলের ভিতরে খেলার মাঠের দিকে এগিয়ে আসেন। এসময় ‘গেস্টরুমের ভিডিও করতে পারে’ এমন সন্দেহে সাংবাদিক আসিফ আল মামুনকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা৷

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9