ব্যক্তি মুজিবের মৃত্যু হয়েছে, আদর্শের নয়: চবি উপাচার্য 

১৫ আগস্ট ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা জ্ঞাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা জ্ঞাপন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু হয়নি। বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে কখনো মুছে ফেলা যাবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চবিতে আয়োজিত শোক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শোক দিবসে সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, ৭৫’র ১৫ই আগস্ট হায়নার দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ভেবেছিলো বঙ্গবন্ধু শেষ হয়ে গেছে। বাঙালি জাতি তাকে ভুলে গেছে। কিন্তু হায়নাদের সে আশা পূরণ হয়নি।

বাঙালি জাতি তাকে ভুলে যায়নি। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেষ হাসিনার হাতে দেশে উন্নয়ন হচ্ছে। এ সময় উপাচার্য স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতার আহ্বান জানান। 

এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক র‍্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য, ডিন, প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এরপর বেলা সাড়ে ১১টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি এবং শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬