রুম দখলকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

সংঘর্ষে আহত দুই ছাত্রলীগ নেতা
সংঘর্ষে আহত দুই ছাত্রলীগ নেতা  © সংগৃহীত

রুম দখলে বাধা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রলীগের একপক্ষের উপর অন্য পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে মুহসীন হলের ৫৪০ নম্বর রুমকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকা, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান, আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও মো: আব্দুল্লাহ। তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের অনুসারী হিসেবে পরিচিত। 

হামলায় আহতরা হলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি রাফিন হাসান, সহ-সম্পাদক তামজিদ আরমিন মোবিন, মাসুদ শিকদার। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫৪০ নম্বর রুমে তানভীর হাসান সৈকতের অনুসারীরা থাকতেন। গতকাল রাত বারোটার দিকে ওই রুমের শিক্ষার্থীরা খাবার খেতে বের হলে সাদ্দাম হোসেনের অনুসারীরা তালা ভেঙে রুম দখল করার চেষ্টা করেন। এসময় সৈকতের অনুসারীরা বাধা দিলে সাদ্দামের অনুসারীরা লাঠি-স্ট্যাম্প দিয়ে তাদের উপর হামলা করে। এসময় পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে হল প্রশাসনের কাউকে এসময় ঘটনাস্থলে দেখা যায়নি। 

আরও পড়ুন: বহিষ্কৃত হলেও চবির ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন ছাত্রলীগ নেতারা

এ বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেন খোকা বলেন, আমি কোনো হামলায় অংশগ্রহণ করিনি। বড় ভাইদের সাথে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু আমি পেছনের দিকে ছিলাম। বাকী অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। 

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের কাজ রুম দখল না। এটি হল প্রশাসনের কাজ। আমাদের নির্দেশনা আছে, তারা যেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে। যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান জানান, হামলার বিষয়ে আমি ওইভাবে জানি না। আমার জানামতে, ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা হয়েছিল। তারা সেটি সমাধান করে নিয়েছে। তবে আমি খোঁজ নিবো। কেউ কোনো অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence