ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইমরান, সম্পাদক মাকসুদা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ০২:০৮ PM
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের শিক্ষার্থী ইমরান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী মাকসুদা আক্তার।
সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ তরুণ লেখক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদা বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।
বাংলাদেশ তরুণ লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি ইমরান উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মের ভাবনার জগতে বিকশিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো। তরুণ প্রজন্মের স্বপ্নের সারথি হয়ে কাজ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যদের কাছে আমি সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।