ঢাবির স্বর্ণপদক পাচ্ছেন বরেণ্য সংগীত শিল্পী খুরশীদ আলম

দেশ বরেণ্য সংগীত শিল্পী মো. খুরশীদ আলম
দেশ বরেণ্য সংগীত শিল্পী মো. খুরশীদ আলম  © ফাইল ছবি

দেশ বরেণ্য সংগীত শিল্পী মো. খুরশীদ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হবে। আগামী রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে তাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত শিল্পীর হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দিবেন।

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য রাখবেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ। 

অনুষ্ঠানে সংগীত বিভাগের ২০২১ সালের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী কমল দত্তকেও পদক ও পুরস্কার প্রদান করা হবে। শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।


সর্বশেষ সংবাদ