কাউন্সিলরের অনুসারীদের হামলায় আহত ঢাবির দুই শিক্ষার্থী

১৫ জুন ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
এ হামলার ঘটনায় মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

এ হামলার ঘটনায় মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মানিকের অনুসারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এতে হলের একাধিক কর্মচারীও আহত হয়েছেন। এ হামলার প্রতিবাদে হানিফ ফ্লাইওভারের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় দিয়ে অবরোধ তুলে নেন তারা। তাৎক্ষণিক হামলায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কাউন্সিলর মানিকের অনুসারী ১৫-২০ জন যুবক বাইক নিয়ে উল্টোপথে অমর একুশে হলের সামনে এসে হর্ন দিতে থাকেন। এ সময় হলের দুজন শিক্ষার্থী তাদের ক্রমাগত হর্ন দিতে নিষেধ করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাইক আরোহী যুবকরা শিক্ষার্থীদের প্রচণ্ড মারধর করেন। এতে একজনের মাথা ফেটে যায়। কর্মচারীরা এগিযে এলে তাদেরও মারধর করা হয়।

আরও পড়ুন: ইডেন ছাত্রীর চিকিৎসা অবহেলায় সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার

একুশে হলের শিক্ষার্থী তারেক আজিজ জানান, ঘটনার সময় কাউন্সিলর মানিক সেখানে উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থীরা হামলাকারীদের আটকাতে চাইলে কাউন্সিলর শিক্ষার্থীদের অস্ত্র প্রদর্শন করে তাদের নিয়ে চলে যান।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ ইশতিয়াক এম সৈয়দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাত নয়টার দিকে অবরোধ তুলে নেন। মাজহারুল কবির শয়ন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। হলের সিসিটিভি ক্যামেরা দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9