জাবির দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসেই বহিরাগত বলে মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসেই বহিরাগত বলে মারধর করেছেন তিন শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় ঘটনার পর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খান মোহাম্মাদ ইবতেহাল রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। অপর শিক্ষার্থী ফারাবী আকাশও একই ব্যাচের। দুজনই ২১ নম্বর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। আর অভিযুক্তরা হলেন- ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের অপূর্ব সরকার, ম্যানেজমেন্ট স্ট্যাডিস বিভাগের ৪৬ তম ব্যাচের নাসিম খান ও কাজী হাসান আল বান্না। নাসিম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক।

ভুক্তভোগী খান মোহাম্মাদ ইবতেহাল অভিযোগে বলেছেন, মেস ছেড়ে দেওয়ার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা হচ্ছিল। এ সময় কয়েকজন তার ও ফারাবীর ওপর হামলা করেন। তারা বহিরাগত বলে চিৎকার করে মারধর করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হলেও বহিরাগত বলে এভাবে মারা হলো।

আরো পড়ুন: জাবি শিক্ষার্থীদের আটকে রাখল দোকান কর্মচারীরা, মারধরে আহত ৫

অভিযুক্ত নাসিম খান বলেন, মারধরের বিষয়ে প্রক্টরের কাছে বক্তব্য দেবেন। আর অপূর্ব সরকার বলেন, বহিরাগত হয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় সবাই মারধর করেছে। তবে পরে নিয়মিত শিক্ষার্থী হওয়ার বিষয়টি জানালে তিনি আর কোনও মন্তব্য করেননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, অভিযোগপত্র তিনি এখনো দেখেননি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence