কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে ঢাবি ছাত্র নিখোঁজ
- ঢাবি প্রতিবেদক
- প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ১৩ জুন ২০২৩, ০৩:২৭ PM
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার গড়াই রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুমারখালীর ইউএনও বিতান কুমারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, তানভীর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন বন্ধু নিয়ে মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের মাজারে।
আরও পড়ুন: বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান
এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদীর রেলসেতুর নিচে নামেন ৫ বন্ধু। তাঁরা সাঁতরে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীরসহ তিনজন পানির স্রোতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও তানভীরকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ ছেলেটি বোন-দুলাভাইয়ের সাথে শাহবাগে থাকতো। আমাদের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত নর্ম ভদ্র প্রকৃতির ছিল। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক।
গতকাল রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।