টাকার অভাবে হচ্ছেনা চিকিৎসা, মৃত্যুর প্রহর গুনছেন মনির

২ লাখ টাকার জন্য থমকে গেছে রাবির সাবেক ছাত্র মো. মনিরুজ্জামানের চিকিৎসা।
২ লাখ টাকার জন্য থমকে গেছে রাবির সাবেক ছাত্র মো. মনিরুজ্জামানের চিকিৎসা।  © টিডিসি ফটো

মাত্র ২ লাখ টাকার জন্য থমকে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৯তম ব্যাচের সাবেক ছাত্র মো. মনিরুজ্জামানের চিকিৎসা কার্যক্রম। পরিবারের একমাত্র অবলম্বন হলেও তিনি এখন অপেক্ষায় আছেন মৃত্যুর। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ভর্তি আছেন। তার হার্টে দুইটি রিং বসাতে হবে বলে জানিয়েছেন ডাক্তার। 

মনিরুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত দলিল উদ্দিন সরকারের সন্তান। তিনি ঝালকাঠির তারাবুনিয়া রামবাদক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

বাঁচার আকুতি জানিয়ে মনিরুজ্জামান বলেন, আমি গত ২ মাস ধরে প্রচন্ড অসুস্থ। হার্ট অ্যাটাক হয়েছে। ধরা পড়েছে ব্লক। ডাক্তার বলেছেন হার্টে দুইটা রিং বসাতে হবে। খরচ হবে দুই লাখ টাকারও বেশি। এই বিপুল পরিমাণ টাকা আমার একার পক্ষে জোগাড় করা কিছুতেই সম্ভব নয়। আমি বাঁচতে চাই। 

তিনি বলেন, আমার ঘরে ২টা বাচ্চা আছে। আমার স্ত্রী ও আমার মা অসুস্থ। মায়ের বয়স ৭৮ বছর হয়েছে। বাবা বেঁচে নেই। আমার কিছু হয়ে গেলে তাদের দেখার কেউ থাকবে না। আপনাদের সকলের সহযোগিতা আমার জীবন বাঁচাতে পারে। তাই বিনীত অনুরোধ করছি যেন সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

তাছাড়া ইতোমধ্যেই মনিরের সহায়তায় তার বন্ধুরাও এগিয়ে এসেছেন। তারা জানান, ২৯তম ব্যাচের পক্ষ থেকে আমরা যার যার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে কত মানুষকেই তো দান করে থাকি আবার অনেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমাদের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি সহায়তার জন্য।

সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে পারবেন এই নম্বরে-

বিকাশ ও নগদ: +৮৮ ০১৭১২০২১৯৩৪ 

রকেট: +৮৮ ০১৭১২০২১৯৩৪৪


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence