বাংলাদেশের প্রবৃদ্ধি ভারত-পাকিস্তানকেও পিছনে ফেলেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী 

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম © টিডিসি ফটো

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হচ্ছে তা ভারত-পাকিস্তানকে পিছনে ফেলেছে। আমাদের দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে যে রূপকল্পের কথা বলা হয়েছিল তা বাস্তবায়নে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা  ইতোমধ্যে সফলতা অর্জন করেছি। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের হীরক জয়ন্তী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে সোনার বাংলা গড়ার জন্য যে রূপকল্প প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু প্রতিরোধের জন্য  আমরা ১০০ বছরের একটি পরিকল্পনা নিয়েছি। তথ্য ছাড়া কখনোই পরিকল্পনা করা যায় না, আর এক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। পরিসংখ্যানের সবচেয়ে বেশি ব্যবহার হয় পরিকল্পনার ক্ষেত্রে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্প (এসডিসি) তথ্য বিল্পব ছাড়া সম্ভব নয়। আর তা করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পরিসংখ্যানের। তাই পরিসংখ্যানকে আমাদের গুরুত্ব দিতে হবে। 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, এই পরিসংখ্যান বিভাগ শুধু গবেষক তৈরি করেছে তা নয় রাজনীতিবিদও তৈরি করেছে। বিজ্ঞানের উদ্দেশ্য হলো জীবনের অন্ধকার দূর করা। বিজ্ঞানকে গ্রহণযোগ্য করতে হলে সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হলো পরিসংখ্যান। পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। রবোটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি নিয়ে কাজ করতে পরিসংখ্যান প্রয়োজন। এই পরিসংখ্যান বিভাগের উন্নয়নের জন্য আপনাদের যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ৬ মাসের সেমিস্টার ৪ মাসে শেষ করছে জবির বিভাগগুলো

তিনি আরও বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন তার সাথে একটি নাম জড়িয়ে আছে। আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জানতেন বিশ্বে তৃতীয় শিল্প-বিপ্লব শুরু হয়ে গেছে। বর্তমানের যে উন্নয়ন তার সাথে পরিকল্পনা মন্ত্রীরও অনেক অবদান রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ইউনিভার্সিটি স্টাটিসটিকস্ অ্যালামনাইয়ের (রুসা) সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, রুসা'র প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোহরান উদ্দীদ, রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান এবং বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এর আগে, ১০টায় জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিভিন্ন গবেষণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন তিনি। পরে পরিসংখ্যান বিভাগের একটি কম্পিউটার ল্যাবও উদ্বোধন করেন। 

এছাড়াও বিভাগের পক্ষ থেকে ৪৮ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৩৮ হাজার টাকার অধ্যাপক মুকতার মোহাম্মদ আলী বৃত্তি প্রদান করেন।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9