ঢাবিতে ‘কনসার্ট ফর উষ্ণতা’ বৃহস্পতিবার

১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কনসার্ট ফর উষ্ণতা'। দীর্ঘ এক দশকের ধারাবাহিকতায় দেশের চলমান শীত পরিস্থিতিতে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাবির শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) কনসার্টটি অনুষ্ঠিত হবে। ঢাবি শিক্ষার্থীদের সংগঠন অমৃতসূর্যের আয়োজনে ৮ম বারের মতো এ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এ নিয়ে কনসার্টের মাধ্যমে ১০ম বারের মত বিতরণ হবে শীতবস্ত্র।

কনসার্টে সঙ্গীত পরিবেশনা করবে ব্লাক, সোনার বাংলা সার্কাস, জয় শাহরিয়ার, আপেক্ষিক, দুর্গ, এ্যাডভার্ব, ইন্ট্রয়েড,ফিউজড এবং  আপন ঘর ব্যান্ড। এতে যোগদানের জন্য প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা অথবা একটি কম্বল। দর্শনার্থী চাইলে টিকিট কেনার বদলে একটি কম্বল দান করার মাধ্যমেই কনসার্টে যোগদান করতে পারবেন। আয়োজকরা জানিয়েছেন এবার উত্তরবঙ্গের দুটি জেলায় (পঞ্চগড় ও ঠাকুরগাঁও) শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

অমৃতসূর্যের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান শাওন বলেন, ’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের প্রতিটি মানুষের প্রতি কিছু না কিছু দায়বদ্ধতা থেকে যায়। সেখান থেকে আমাদের এই প্রচেষ্টা। একটি কম্বল বিতরণের মাধ্যমে হয়তো আমরা শীত লাঘব করতে পারবো না। আমাদের উদ্দেশ্যে হচ্ছে মানুষের মুখে হাসি ফুটানো এবং এ ধারা অব্যাহত রাখা।’

আরও পড়ুন: ভূতুড়ে ঢাবিতে আলোক স্বল্পতায় অপরাধ বাড়ে রাতে

আহ্বায়ক রাকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ’শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ঘরে ঘরে কম্বল বিতরণ করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে সচেতনতা তৈরি করা। যার মাধ্যমে শ্রেণী বৈষম্য থেকে শুরু করে সকল ধরনের বৈষম্য দূর করতে পারি এটাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ’এবার আমরা উত্তরবঙ্গের ৪ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করেছি। আমাদের এই প্রচেষ্টার সেদিনই সমাপ্তি ঘটবে যেদিন প্রতিটি মানুষ একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে।’

ট্যাগ: ঢাবি
আমিরসহ জামায়াতের ৭ কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা দিতে চিঠি
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও
  • ২০ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা
  • ২০ জানুয়ারি ২০২৬
কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা
  • ২০ জানুয়ারি ২০২৬
আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9