ভাইয়ের কফিনের ওজন নিতে পারব কি না জানি না: ‍শাহরিয়ারের বড় ভাই

শাহরিয়ারের জানাজা
শাহরিয়ারের জানাজা  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে শাহরিয়ারের মৃত্যুতে শোকাচ্ছন তার স্বজন ও পুরো রাবি ক্যাম্পাস। শাহরিয়ারের জানাজায় তার বড় ভাই গোলাম সাকি বলেন, 'আমার স্নেহের ভাইয়ের কফিনের যে ওজন, তা নিতে পারব কি না জানি না।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাবির কেন্দ্রীয় মসজিদ চত্বরে সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন ও অন্য শিক্ষার্থীদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিয়ে একটি লাশবাহী গাড়ি গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার উদ্দেশে যাত্রা করে। 

সাকি আরো বলেন, ‘তাকে সবাই ক্ষমা করে দিয়েন। তাকে এভাবে ভালোবাসা ও সহানুভূতি প্রদানের জন্য তার সহপাঠী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভাই এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা শোক কাটিয়ে উঠতে পারি। '

শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'মানুষের মৃত্যু অবধারিত। তবে এভাবে আমার ছাত্রের মৃত্যু, শিক্ষক হিসেবে কখনো চাই না। ওর আচরণে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। '

গতকাল ( ১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে শিক্ষার্থী এমজিএম শাহরিয়ার আহত হন। পরে অন্যান্য শিক্ষার্থীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence